১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

Slider শিক্ষা

 

index

 

 

 

 

ঢাকা : অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে এতদিন হুঁশিয়ারি দিলেও এবার কঠোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বেতন কাঠামো সংস্কারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিসহ ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশেনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

কর্মসূচিতে রয়েছে
৩ জানুয়ারি : সব শিক্ষক কালো ব্যাজ ধারণ করে শেণিকক্ষে প্রবেশ করবেন।
৭ জানুয়ারি : সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট
১১ জানুয়ারি : অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি। এসময় সান্ধকালীন কোর্সগুলোও বন্ধ থাকবে।

বেতন কাঠামো সংশোধন না করে এ সময়ের মধ্য আলোচনা করতে আসলেও আলোচনা বসবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। সেই সঙ্গে, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারির সঙ্গে জড়িতদের বিচারের কমিটি গঠন করারও দাবি জানান ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক  ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *