আজ যুক্তরাষ্ট্রে আঘাত হানবে ‘দানবীয়’ হারিকেন; ব্যাপক ক্ষতির আশঙ্কা

Slider সারাবিশ্ব


ঢাকা: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যের দিকে ‘দানবীয়’ শক্তি নিয়ে ধেয়ে যাচ্ছে হারিকেন ফ্লোরেন্স। গত তিন দশকের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হারিকেনের রূপ ধারণ করেছে ফ্লোরেন্স।সাউথ ক্যারোলাইনা,নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া রাজ্যে এই হারিকেনটি আঘাত হানতে পারে।এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনটি আরো শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় আঘাত হানবে।

মার্কিন প্রশাসন বলছে, এই ঝড় এতটাই শক্তি নিয়ে আঘাত হানবে যে, এতে আট লাখের বেশি বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। অন্যদিকে, ১৭০ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ কোটি টাকার বেশি) সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে।

লাখ লাখ মানুষকে নিরাপদস্থানে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতি থেকে ঘরবাড়িকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি দুর্যোগের সময়ে টিকে থাকতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করেছেন তারা।

সূত্র: এবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *