বিশ্বকাপ ট্রফি দেখলেন প্রধানমন্ত্রী

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

10492072_326145780877121_3759556735793956795_n
গ্রাম বাংলা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকায় বহু প্রত্যাশিত বিশ্বকাপ ক্রিটেক ট্রফি প্রত্যক্ষ করেছেন।
আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ব কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দেশগুলো সফরের অংশ হিসেবে এটি এখন বাংলাদেশে রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য আজ সকালে এই আকর্ষণীয় ট্রফিটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নিয়ে আসেন।
এ সময় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়দের ২০১৫ সালের আসন্ন বিশ্বকাপে ভাল ফলাফলে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি আশা করছি আপনারা ওই বিশ্বকাপে চমৎকার ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন এবং এ জন্য আপনাদের অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করতে হবে।’
অনুষ্ঠানে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এমপি আগামী বছরের ১৪ ফেব্র“য়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এ টুর্নামেন্ট বিষয়ে এক সংপ্তি বিবরণ তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে এবং ১৪ ফেব্র“য়ারি ক্যানবেরায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি নতুন আবহাওয়ায় আমাদের খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়ক হবে।’ শেখ হাসিনা এই ট্রফি বাংলাদেশে আনার জন্য আইসিসি ও বিসিবি কর্তৃপকে ধন্যবাদ জানান।
এই বহু প্রত্যাশিত ট্রফি জনগণের দেখার সুবিধার্থে গণভবন থেকে এটি বসুন্ধরা সিটি শপিং মলে নিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপি ও খালেদ মাহমুদ সুজন, বিসিবি পরিচালক (গণমাধ্যম) জালাল ইউনুস ও ইসমাইল হোসেন মালিক এবং বিসিবি’র ভারপ্রাপ্ত সিইও নিমাজউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিসিবি’র ভারপ্রাপ্ত সিইও বলেন, এই ট্রফি গত রাতে দুবাই থেকে ঢাকা পৌঁছেছে এবং এটি আগামীকাল পুনরায় দুবাই নিয়ে যাওয়া হবে।
৪ মাসে ১২টি দেশে নেয়ার পর সর্বশেষ ৬ নভেম্বর ট্রফিটি মেলর্বোন পৌঁছবে।
উল্লেখ্য, বর্তমান এই আইসিসি ক্রিকেট কাপ ট্রফি ১৯৯৯-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য তৈরি হয় এবং এই টুর্নামেন্টের ইতিহাসে এটা ছিল প্রথম স্থায়ী পুরস্কার। এর আগে প্রতিটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য পৃথক পৃথক ট্রফি তৈরি করা হতো।
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *