বাংলাদেশে আসছেন খালেদা॥ লন্ডনে যাচ্ছেন তারেক

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

57225_Khaleda Zia
গ্রাম বাংলা ডেস্ক:  মক্কার পবিত্র বায়তুল্লাহ শরিফে জুমায়াতুল বিদা নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদায়ী তাওয়াফ সফরসঙ্গীদের নিয়ে তিনি বৃহস্পতিবার রাতে মক্কা ত্যাগ করেছেন।  শনিবার সকাল সাড়ে ৭টায় তার ঢাকায় পৌছার কথা রয়েছে।

অন্যদিকে লন্ডনের উদ্দেশে স্বপরিবারে মক্কা ছেড়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য রয়েল প্যালেস সংলগ্ন বায়তুল্লাহ শরিফে যান বেগম খালেদা জিয়া। খুতবার আগে তিনি নফল নামাজ ও কোরআন তেলাওয়াত করেন।
আছরের নামাজের পর বিদায়ী তাওয়াফ করেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, সউদী বিএনপি নেতা আব্দুর রহমান, আহমদ আলী মুকিব, জাহাঙ্গীর আলম মিন্টু, শহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ ।
খালেদা জিয়া গত ২০ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে বাদশার আমন্ত্রণে সৌদি আসেন। সর্বপ্রথম মদিনায় এসে তিনি মহানবী (সঃ) রওজা মোবারক জিয়ারত করেন। এরপর সেখানে তিন দিন অবস্থান করে ইবাদত বন্দেগীতে সময় কাটান। ২২ জুলাই মক্কায় এসে রাতে পবিত্র ওমরা পালন করেন তিনি।
মক্কায় রয়েল প্যালেসে বুধবার খালেদা জিয়া আইডিবি’র প্রেসিডেন্ট আহম্মেদ আলীর সাথে বৈঠক করেন।
খুতবায় গাজায় হত্যাকান্ড বন্ধে আহ্বান
এদিকে বায়তুল্লাহ শরিফে জুমাতুল বিদার খুতবায় গাজায় চলমান হত্যাকান্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানানো  হয়েছে। পবিত্র রমজান মাসে এই বর্বরতা বন্ধের জন্য বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম। খুতবার শেষ পর্যায়ে বিশেষ দোয়া করা হয়। মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর সহায়তা কামনা করেন উপস্থিত লাখো মুসলমান। এসময় আবেগাপ্লুত মুসলমানরা আল্লাহর ঘরে বসে নিপিড়িত মানুষকে রক্ষার জন্য চোখের পানি ফেলেন। দোয়া মোনাজাতে মুসল্লিরা উচ্চস্বরে আমীন আমীন বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *