ছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: পরিমলের যাবজ্জীবন কারাদণ্ড

Slider জাতীয় শিক্ষা

103083_Untitled-2

ছাত্রী ধর্ষণের দায়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের সাবেক শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন বুধবার এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১০ই নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। আসামি পরিমল জয়ধর মামলার শুরু থেকে কারাগারে আটক রয়েছেন। মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ২৮ জন বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরিমলও দোষ স্বীকার করে।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার লাটেংগা গ্রামের পরিমল ২০১০ সালে ভিকারুননিসার বসুন্ধরা শাখায় বাংলা বিভাগের শিক্ষক হিসাবে যোগ দেয়। তার বিরুদ্ধে ধায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে ২০১১ সালের ২৮শে মে প্রথম ধর্ষণ করে পরিমল। ওই সময় ছাত্রীর নগ্ন ভিডিও চিত্র মোবাইলে ধারণ করা হয়। এরপর ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ১৭ই জুন আবারও ধর্ষণ করা হয়। বিষয়টি প্রকাশ হওযার পর ভিকারুননিসার ছাত্রীরা বিক্ষোভে  ফেটে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ তখন পরিমলকে বরখাস্ত করে। এরপর ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন। এর একদিন বাদে পরিমলকে ঢাকার কেরানীগঞ্জে তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *