বাংলাদেশ ও এশিয়াকে উপস্থাপন ফ্রান্সের একটি ফোরামে

Slider সারাবিশ্ব

শাম্মি জাহান, প্যারিস: শিল্প সাহিত্যের নগরীর বাইরে প্যারিস শহরের আরেকটা পরিচয় হচ্ছে অ্যাসোসিয়েশনের নগরী। এই অ্যাসোসিয়েশন গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করা। অ্যাসোসিয়েশন গুলোর মধ্যে পারস্পারিক শ্রদ্ধা, আস্থাবোধ, বিশ্বাস এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ওইসব সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় যাতে সহজ ভাবে পৌঁছাতে পারে সে লক্ষ্য নিয়ে প্রতিবছরের ন্যায় (vigneux-sur-seine) মেরি প্রায় 200 এর অধিক অ্যাসোসিয়েশন কে নিয়ে আয়োজন করেছে “অ্যাসোসিয়েশন ফোরাম ২০২৩ “। এবারের এই এসোসিয়েশন ফোরাম অনুষ্ঠিত হয়েছিল প্যারীস শহরের নিকটবর্তী vigneux-sur-seine শহরে। অনুষ্ঠানের শুরুতে vigneux-sur-seine এর মেয়র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। অভিবাসীদের নিয়ে কাজ করা এবং এশিয়াকে প্রতিনিধিত্বকারী “সলিডারিটি আজি ফ্রান্স অ্যাসোসিয়েশন ফোরাম” তৃতীয়বারের মতো অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন।
সলিডাটির আজি ফ্রান্স এর প্রেসিডেন্ট জনাব এন.কে. নয়ন, মেয়র এবং অন্যান্য অ্যাসোসিয়েশনের সামনে এই সংগঠনে কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এবারের এই ফোরামে সলিডাটির আজি ফ্রান্সে আগত দর্শনার্থীদের উদ্দেশ্য করে সংগঠনের কার্যাবলী তুলে ধরেন। এছাড়াও সলিডাটির আজি ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশেী বংশোদ্ভুত হিসাবে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি আগত উপস্থিত সকল দর্শনার্থীদের মাঝে বিস্তারিত তুলে ধরেন। কাঠফাটা রোদে কৃষকের ধান কাটার দৃশ্য, কৃষানীর সুই সুতোয় হাতে ফুটিয়ে তোলা নকশি কাঁথা ইত্যাদি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত centre Georges brassens স্থানে আয়োজিত বিভিন্ন সংস্কৃতি মনা মানুষের আগমনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। সলিডাটির আজি ফ্রান্সের অধিনস্ত বাংলাদেশী ‘অসমাপ্ত ব্যান্ড দল’ তাদের সংগীত পরিবেশন করেন । আর নৃত্য পরিবেশনা করেন ইশরাত জাহান জেরিন, কবিতা আবৃত্তি করেন জনপ্রিয় ছড়াকার, শিশুসাহিত্যিক ও কবি জনাব লোকমান আহম্মদ আপন এবং অন্যান্য অংশগ্রহণকারী অ্যাসোসিয়েশন এবং আগত দর্শকদের মাঝে বিপুল প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও বাংলাদেশ তার সংস্কৃতি গুলো কিভাবে বুকে আগলে রাখে তা ফ্রান্সের মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশী বংশোদ্ভুত নবীন ছেলেমেয়েরা এই ফোরামে আসার মাধ্যমে ব্যাপক ধারণা লাভ করেন। এবারের এই অ্যাসোসিয়েশন ফোরামে সলিডারিটি আজি ফ্রান্সের প্রেসিডেন্ট এন.কে. নয়ন ছাড়াও সলিডারিটি আজি ফ্রান্সের মামুন, ইমন, সামিসহ সকল স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *