ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আর নেই

Slider ফুলজান বিবির বাংলা

না ফেরার দেশে চলে গেলেন প্রগতিশীল রাজনৈতিক নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য। রোববার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল থেকে ঢাকার পান্থপথের ‘হেলথ অ্যান্ড হোপ’ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ঈদের দিন শনিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।

১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্ম নেন পঙ্কজ ভট্টাচার্য। বাবা শিক্ষক প্রফুল্ল কুমার ভট্টাচার্য ও মা মনি কুন্তলা দেবী।

ষাটের দশকের স্বৈরশাসক আইয়ুব-ইয়াহিয়াবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ ভট্টাচার্য। সমকালীন রাজনীতির স্রোতে নিজেকে ভাসিয়ে দেননি তিনি। অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, লোভ তাকে কখনো বিচ্যুত করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *