খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের জন্য দেশবাসী যেন কাজ করে: ফখরুল

Slider রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে বার্তা দিয়েছেন। সেই বার্তা হচ্ছে দেশবাসী যাতে ভালো থাকে, তারা মঙ্গলের জন্য এবং গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করছে তা যেন, তারা ভালোভাবে করে।

আজ শনিবার গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ঈদুল ফিতর উপলক্ষে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি রাত ৮টা ১০ মিনিটে ফিরোজায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে বেরিয়ে আসেন। এসময় অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আপনাদের ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ঈদের দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই। অনেক দিন পর তার সাথে সাক্ষাৎ হওয়ায় আমরা আবেগ আপ্লুত ছিলাম।’

সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কথা জানতে চেয়েছেন। দলীয় নেতাকর্মী যারা কারাগারে রয়েছেন তাদের বিষয়ে তিনি অবগত আছেন। হাজার হাজার নেতাকর্মীসহ দেশবাসীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা সে সম্পর্কেও অবগত আছেন তিনি। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে করে দেশবাসী যে কষ্টে রয়েছে সে বিষয়েও তিনি অবগত। আবহাওয়া পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই অবস্থায় দেশবাসীর ভবিষ্যত নিয়ে তিনি আলোচনা করেছেন।’

এসময় আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হলে কারাবন্দী হন খালেদা জিয়া এবং করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে মুক্ত হন খালেদা জিয়া। তারপর থেকে ঈদের দিনে দলের স্থায়ী কমিটির নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাধারণত সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *