ঈদে জয়দেবপুর থেকে ট্রেন যাবে পঞ্চগড়

Slider রংপুর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত পাঁচদিন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। পোশাক শ্রমিকদের ঈদ যাত্রা নির্বিগ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

ঈদে জয়দেবপুর থেকে উত্তরবঙ্গগামী লোকের চাপ বেশি থাকে। এ জন্য ঈদের আগে আজ মঙ্গলবার থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামে ঈদ স্পেশাল ট্রেন জয়দেবপুর-পঞ্চগড় রুটে চলাচল করবে।

ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে গিয়ে পরদিন ভোর ৫টা ২৫মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বিকেল ৩টা ৪৫মিনিটে।ট্রেনটি যাত্রাপথে কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ি বিরামপুর, জয়পুরহাট এবং শান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে অন্যান্য দিনের মতো ৬২টি ট্রেন সময়সূচি মেনে চলাচল করবে। আজ সন্ধ্যায় বিশেষ ট্রেন উদ্বোধনকালে রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *