নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু

Slider জাতীয়

2015_11_28_09_12_58_8BlqbJ61w490I2SwL3EEPDwBzy5DYR_512xauto

 

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হাসান হাওলাদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন। গুলিবিদ্ধ আরো ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত হাসান হাওলাদার হুগলি গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার নিজ দলীয় অন্তঃকোন্দলের কারণে কুনিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাহেব আলী হাওলাদারের কর্মী-সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান ইসমাইল হাওলাদারের লোকজনের দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটে। এতে সাহেব আলী হাওলাদারের ৭ কর্মী গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুগলি গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩০) মারা যান। আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *