গণকবরের নেপথ্যে সন্দেহভাজন ১২ মালয়েশীয় পুলিশ আটক

সারাবিশ্ব

malaysia_abandoned_550896545

ঢাকা: সীমান্তে গণকবরের নেপথ্যে জড়িত সন্দেহে মালয়েশিয়ার ১২ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে স্থানীয় নিরাপত্ত‍া বাহিনী।

বুধবার (২৭ মে) মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এ ঘটনায় বন বিভাগের কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ১১ মে থেকে ২৩ মে পর্যন্ত মালয়েশিয়ার থাইল্যান্ড সীমান্তে অভিযান চালিয়ে ২৮টি বন্দিশিবির ও এসবের পাশে ১৩৯টি গণকবরের সন্ধান পায় স্থানীয় নিরাপত্তা বাহিনী। এসব গণকবরে শ’ শ’ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেসব মৃতদেহের এখন ফরেনসিক টেস্ট চলছে।

এই গণকবর পাওয়ার ঘটনায় মালয়েশিয়া, দক্ষিণ এশিয়া ছাড়িয়ে পুরো বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে খোদ মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক জড়িতদের বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সরকারের সেই অবস্থান থেকেই বিভিন্ন পর্যায়ের এই ১২ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। এমনকি সরকারের উচ্চপর্যায়ের কেউ জড়িত কিনা সে বিষয়েও তদন্ত চলছে বলে জানানো হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের আটকের বিষয়টি জানালেও তাদের অপরাধের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

তবে সংবাদমাধ্যম বলছে, মানবপাচারকারীদের বর্বরোচিত কর্মকাণ্ডে সহযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই তাদের আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *