ইতালি উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবে মৃত্যু ৪১

Slider সারাবিশ্ব

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে উপকূলে শহর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) জাহাজডুবির ঘটনায় অন্তত শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪৫ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী বহন করছিল নৌযানটি। মাল্টার একটি জাহাজ ওই সব যাত্রীদের উদ্ধার করে। যাত্রীদের মধ্যে ১৫ জনের পরনে লাইভ জ্যাকেট থাকলেও তারা ডুবে যায়। ইতালির সংবাদ সংস্থা এএনএসএ ও আরএআইয়ের বরাতে এখব প্রকাশ করেছে ডয়চে ভেলে।

বৈরী আবহাওয়ার কারণে বিশাল আকার ঢেউয়ের তোড়ে যানটি ডুবে যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল এবং সাগর ছিল উত্তাল। নৌযানটি বৃহস্পতিবার যাত্রা শুরু করে এবং সাড়ে ছয় ঘণ্টা পর এটি সাগরে ডুবে যায়। ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সম্প্রতি দেশটিতে ৯০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *