ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত

Slider সারাবিশ্ব

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ২০ দিনে ১৩ হাজার আট শ’ সৈন্য হারিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক বার্তায় এই দাবি জানায়।

ফেসবুক পোস্টে একইসাথে চার শ’ ৩০ রুশ ট্যাঙ্ক, এক হাজার তিন শ’ ৭৫ সাঁজোয়া যান, এক শ’ ৯০ ইউনিট গোলান্দাজ ব্যবস্থা, ৭০টি মাল্টি লাঞ্চড রকেট সিস্টেম, ৮৪টি বিমান, এক শ’ আটটি হেলিকপ্টার, আট শ’ নয়টি গাড়ি, তিনটি নৌযান ও ১১টি ড্রোন ধ্বংসের দাবি করা হয়।

ফেসবুক পোস্টে আরো বলা হয়, রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির এই পরিমাণ ‘ধারণা করে নেয়া’ এবং যুদ্ধের প্রচণ্ড তীব্রতায় তা নিশ্চিত করা ’জটিল’।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘রাশিয়াকে থামান। দখলদারকে পরাজিত করুন। ঐক্যবদ্ধ হলে আমরাই জিতবো।’

তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকে রুশ সৈন্য হতাহতের তথ্য জানানো হলেও তাদের নিজেদের হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *