আ.লীগ হত্যায় উৎসাহী রাজনৈতিক দল : রিজভী

Slider রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার রাতে আওয়ামী দুষ্কৃতকারীরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ দুষ্কর্মের কর্মধারা অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করে। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে রক্তাক্ত পথে হাঁটছে। বিরোধী দলের নিরপরাধ লোকদের হত্যার শাস্তি না হওয়ায় দুর্বৃত্তরা সহিংস কাজ অব্যাহত রেখেছে। সারাদেশে বিভিন্ন জনপদে যুবলীগ-ছাত্রলীগকে দিয়ে তারা খুনি বাহিনী তৈরি করেছে।

রিজভী বলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মানুষ হত্যার বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী দারুণ উল্লাসিত। মানুষ হত্যায় তাদের কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে, তারা আর কোনো কিছু ঢেকে রাখতেও লজ্জা পাচ্ছে না।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, সাংবাদিক, ছাত্র-শিক্ষক, শ্রমিক হত্যা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার কোনো কমতি করেনি এ দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *