বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, দেশেও বাড়বে

Slider অর্থ ও বাণিজ্য


বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। দৈনিক ভিত্তিতে গত ৩ মাসের মধ্যে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর সাপ্তাহিক ভিত্তিতে প্রায় ২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মূল্যবান ধাতুটির মূল্য।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সামনে সুদের হার কম বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। কারণ, দেশটিতে মূল্যস্ফীতি স্থির হয়েছে। এতে স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৭৬৫ দশমিক ২৬ ডলারে। গত ১৮ আগস্টের পর যা সর্বোচ্চ।

সবমিলিয়ে চলতি সপ্তাহে দামি ধাতুটির দর ৫ শতাংশ বেড়েছে। ২০২০ সালের জুলাইয়ের পর যা সর্বোচ্চ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি যার মূল্য স্থির হয়েছে ১৭৬৯ দশমিক ৬০ ডলারে।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হাবারকর্ন বলেন, আমরা দেখছি স্বর্ণের দর বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে ডলারের দাম কমেছে। ৭৫ বেসিস পয়েন্টের বিপরীতে অর্ধ-পয়েন্ট সুদহার বাড়াতে যাচ্ছে ফেড। যে কারণে আলোর মুখ দেখেছে স্বর্ণ।

পরিপ্রেক্ষিতে দেশের বাজারে যেকোনো মুহূর্তে স্বর্ণের দাম বাড়ানো হতে পারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ আভাস পাওয়া গেছে।

বাজুস সূত্র জানায়, এ সপ্তাহে বিশ্বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের ওপরে বেড়েছে। ফলে দেশের বাজারে গুরুত্বপূর্ণ ধাতুটির সোনার দাম বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বৈঠক করবে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি। এতে সে ঘোষণা আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *