ক্ষমা চাইলেন দুধ দিয়ে গোসল করা সেই যুবলীগ নেতা

Slider বাংলার মুখোমুখি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দুধ দিয়ে গোসল করে যুবলীগ ছাড়ার ঘোষণা দেওয়া ছানোয়ার হোসেন। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ক্ষমা চান।

ভিডিও বার্তায় সানোয়ার বলেন, ‘আমার যে কথাগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। আমার পরিবার আজগানা ইউনিয়ন পূর্বাঞ্চলের একমাত্র আওয়ামী পরিবার। আমার পরিবার ছাড়া এ অঞ্চলে আগে কোনো সক্রিয় আওয়ামী পরিবার ছিল না। এ দলটির জন্য আমার পরিবারের অনেক ত্যাগ রয়েছে। আমার বাবা আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা।’

তিনি বলেন, ‘গত ১৬ জানুয়ারি উপ-নির্বাচনে আমি দলের প্রার্থীর পক্ষে এজেন্ট ছিলাম। অনেক নেতাকর্মীরা বলেছে তুমি নেতৃত্বে আস। তোমার দরকার আছে। সভাপতি হতে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। অনেকেই বলেছে তোমারটা হয়ে যাবে। যারা গত নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছেন তারাই পদটা পেয়ে গেছেন। আমি রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছি। আমি এ কাউন্সিলের ব্যাপারে ক্ষোভে ধৈর্য রাখতে পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাই। যুবলীগের ভাইদের কাছেও ক্ষমা চাই। জননেত্রী শেখ হাসিনার পা ধরে ক্ষমা চাই। মানুষ ভুলের ঊর্ধ্বে না। সবাই আমার ভুলকে ক্ষমা করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর আগে গতকাল রোববার টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড যুবলীগের কমিটিতে পদ না পেয়ে খাটিয়ারহাট বাজারে দুধ দিয়ে গোসল করে যুবলীগ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন ছানোয়ার। এ সময় তিনি কান ধরে উঠবসও করেন। শুধু তাই নয়, তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থাকা মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধুয়ে নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *