খালেদের জোড়া আঘাত, দুই ওভারে ৩ উইকেট হারাল ক্যারিবীয়রা

Slider খেলা


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথমে প্রতিরোধ গড়ে তোলা ক্যারিবীয়দের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা। সর্বশেষ পরপর দুই ওভারে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ৩৮তম ওভারের প্রথম বলে ক্রেইগ ব্র্যথওয়েটকে ব্যক্তিগত ৫১ রানে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারের প্রথম বলে ২২ রান করা রেমন রেইফারকে বোল্ড করেন পেসার খালেদ আহমেদ। একই ওভারের শেষ বলে খালেদ ফের বোল্ড করেন নতুন ব্যাটার এনক্রুমাহ বোনারকে (০)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে উইন্ডিজ।

নিজেদের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে শতক তুলে নেওয়ার পর উইকেট হারায় ক্যারিবীয়রা। টাইগার পেসার শরীফুল ইসলাম জন ক্যাম্পবেলকে উইকেটরক্ষক নুরুল হাসানের ক্যাচে ফেরান। এই ওপেনার ৭৯ বলে ৬টি চারে ৪৫ রান করেছেন।

এর আগে প্রথম দিন ৬৭ রানে বিনা উইকেটে মাঠ ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *