লকডাউনের আওতায় চীনের ৪৫ লাখ মানুষ

সারাবিশ্ব

আবারও করোনা সংক্রমণ চীনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয় সাড়ে ৪ হাজারের বেশি সংক্রমণ। একারণে চীনের জিলিন শহরে ৪৫ লাখ মানুষ পড়লো লকডাউনের আওতায়। গতকাল সোমবার থেকে তিনদিনের জন্য কার্যকর হয়েছে সরকারি এই সিদ্ধান্ত।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের দুই-তৃতীয়াংশই জিলিন প্রদেশের। এর কাছেই অবস্থিত রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত। নতুনভাবে করোনা বিস্তার লাভ করায় কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে চীন সরকার। এর মাঝেই, তিন দফা গণ নমুনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে জিলিনের শহরবাসীকে। সেই সাথে থাকবে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধও।

উল্লেখ্য, চীনের কয়েকটি শহরে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে ব্যাপকহারে ছড়িয়েছে করোনা। গত ১৯ মার্চ এক বছরের মধ্যে করোনায় দু’জনের মৃত্যু লিপিবদ্ধ করে চীন। তারা জিলিনের বাসিন্দা। যার ফলে, মহামারিতে দেশটির মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৬৩৮ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *