দৃষ্টি এখন বঙ্গভবনে কারা আসছেন ইসিতে

Slider জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে উপযুক্ত ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নতুন নির্বাচন কমিশন গঠনে নিজেদের সুপারিশনামা তাঁর হাতে তুলে দেবে কমিটি। এরপর এ ১০ জনের নামের তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনারকে (ইসি) বেছে নেবেন রাষ্ট্রপতি। তাই কারা আসছেন নতুন নির্বাচন কমিশনে- এমন প্রশ্নের উত্তর পেতে সবার দৃষ্টি এখন বঙ্গভবনে।

সার্চ কমিটির চূড়ান্ত তালিকায় প্রধান নির্বাচন কমিশনার পদে দুজন সাবেক আমলার নাম রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচন কমিশনারের চার পদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, জেলা জজ পদমর্যাদার বিচারক, শিক্ষকদের নাম রয়েছে বলে সূত্র জানিয়েছেন। সূত্রের তথ্যানুযায়ী তালিকায় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বও রাখা হয়েছে। সিইসি ও ইসি পদে নিয়োগে ১০ জনকে বাছাই করতে গতকাল নিজেদের শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। আইন অনুযায়ী কমিটি সিইসি পদের জন্য দুজন এবং নির্বাচন কমিশনারের চার পদের জন্য আটজনের নাম চূড়ান্ত করেছে এ বৈঠকে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকাল সাড়ে ৪টায় বৈঠকটি শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। মাঝে বিরতিতে গিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গেও সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে সার্চ কমিটির সদস্য হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

বৈঠকসূত্র জানান, চূড়ান্ত নামের তালিকা সিলগালা করে সঙ্গে নিয়ে গেছেন সার্চ কমিটির প্রধান। সূত্র আরও জানান, আজ সার্চ কমিটির সদস্যরা করোনাভাইরাসের পরীক্ষাসহ নিজেদের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবেন। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন তাঁরা।
বৈঠক শেষে সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সার্চ কমিটি তাদের বৈঠক শেষ করেছে। তারা ১০ জনের নাম চূড়ান্ত করেছে। ২৪ ফেব্রুয়ারি তারা রাষ্ট্রপতির কাছে এ তালিকা জমা দেবে। এরপর রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন। প্রস্তাব পাওয়া নামগুলো থেকেই সার্চ কমিটি ১০ জন বাছাই করেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে নির্বাচন কমিশন গঠনে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ গত ২৭ জানুয়ারি সংসদে পাস করা হয়। ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময়ের মধ্যে নিজেরা সাতটি ও বিশিষ্টজনদের সঙ্গে চারটি বৈঠক করেছে সার্চ কমিটি। প্রথম দুই বৈঠকের পরই নিবন্ধিত রাজনৈতিক দলসহ সবার কাছে প্রস্তাব আহ্বান করে তারা। এবারই প্রথম ব্যক্তিগতভাবে নিজের নাম নিজে প্রস্তাব করার সুযোগ রাখা হয়েছিল। নিবন্ধিত দুই ডজন রাজনৈতিক দলের পাশাপাশি ছয় পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করে। পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকেও অনেক নাম প্রস্তাব জমা হয়েছে কমিটির কাছে।

এসব প্রস্তাব থেকে ৩২২ জনের নামের তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করে কমিটি। তালিকা যাচাই-বাছাই করে কয়েকজন ব্যক্তির নাম একাধিকবার পাওয়া যায়। সংশোধনের পর তালিকায় থাকে ৩১৫ জনের নাম। ১৭ ফেব্রুয়ারির বৈঠকে সে তালিকা ছোট করে ৫০ জনে নামিয়ে আনে সার্চ কমিটি। ১৯ ফেব্রুয়ারি বৈঠকে তালিকা আরও ছোট করে ২০ জনে এবং ২০ ফেব্রুয়ারি বৈঠকে ১২-১৩ জনে নামিয়ে আনার কথা জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। বিএনপি, সিপিবিসহ বেশ কয়েকটি দল কোনো তালিকা দেয়নি সার্চ কমিটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *