চলে গেলেন কাওসার আহমেদ চৌধুরী

Slider জাতীয়

ঢাকা: দেশের কিংবদন্তী গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ শাফি চৌধুরী তথ্যটি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই গীতিকবি। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।

গত সপ্তাহে প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে ধানমণ্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় তাকে।

কাওসার আহমেদ চৌধুরী মূলত একজন গীতিকবি। তবে জ্যোতিষী হিসেবেও তিনি পরিচিত। দৈনিক প্রথম আলোতে ‘আপনার রাশি’ শিরোনামে রাশিফল গণনার মধ্য দিয়ে তিনি পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেন।

১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে স্বাধীনতা যুদ্ধের সময় গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করেছেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরীর লেখা জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে―‘যেখানেই সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘এই রুপালি গিটার’, ‘মৌসুমী’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *