নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

Slider অর্থ ও বাণিজ্য

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোক্তা যাতে প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজের মতো আমদানি নির্ভরপণ্য যাতে সঠিক মূল্যে বিক্রি হয়, সেজন্য সরকার কঠোর নজরদারি করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে। তবে ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

পীরগাছার নব্দীগঞ্জে নির্মিতব্য ক্যানসার হাসপাতালের অগ্রগতি প্রসঙ্গে অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট ও নোটারি ক্লাব অব উত্তরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি বলেন, দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানির বিষয়ে সজাগ রয়েছে।

তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের ‘ক্যানসার হাসপাতাল প্রকল্প’ বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সহযোগিতা করতে ঢাকার নোটারি ক্লাব উত্তরা এগিয়ে এসেছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে আসছে।

নোটারি ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিমল চন্দ্র রায়, যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) উজ্জ্বল রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *