ভূমধ্যসাগরে মৃত্যু: দুই বাংলাদেশির মরদেহ আসছে শনিবার

Slider সারাবিশ্ব

মৃত ব্যক্তিরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাইফুল ইসলাম (২০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাজ্জাদুর রহমান সুজন (২৫)।

এদিন দুপুর ১ টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজ ও দুপুর পৌনে তিনটায় টার্কিশ এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সাজ্জাদুর রহমানকে ২০২১ সালের নভেম্বর মাসে রিক্রুটিং এজেন্সি এরাবিয়ান গাল্ফ এসোসিয়েট (আর.এল) ভিজিট ভিসায় জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে দুবাই পাঠান। এরপর দুবাই হয়ে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠান্ডায় সাজ্জাদুর রহমানসহ ৭ বাংলাদেশির মৃত্যু হয়।

সম্প্রতি ইতালিতে অভিবাসন প্রত্যাশি সাত জন বাংলাদেশি নাগরিক ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণ করেন। এরআগে এভাবে মৃত্যু হওয়া মাদারীপুর সদর উপজেলার এমরান হাওলাদার এর মৃতদেহ গত শুক্রবার দেশে এসে পৌঁছেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগামি ২১ ফেব্রুয়ারির মধ্যে সবার মৃতদেহ দেশে পৌঁছাবে। এরমধ্যে মাদারীপুর জেলার সদর উপজেলার জয় তালুকদারের মৃতদেহ ১২ ফেব্রুয়ারি রোববার দুপুর একটা ৫৫ মিনিটে, শরীয়তপুর জেলার উপজেলা নড়িয়ার কামরুল হাসান বাপী মৃতদেহ ১৩ ফেব্রুয়ারি দুপুর ১ টা ৫৫ মিনিটে এসে পৌঁছায়।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাইফুল ইসলামের মৃতদেহ ১৯ ফেব্রুয়ারি দুপুর ১ টা ৫৫ মিনিটে, একইদিন ২ টা ৫৫ মিনিটে সুনামগঞ্জ জেলার উপজেলা জামালগঞ্জের সাজ্জাদুর রহমানের মৃতদেহ আসছে।

এরপর মাদারীপুর জেলার সদর উপজেলার জহিরুল মাতুব্বরের মৃতদেহ ২০ ফেব্রুয়ারি ২ টা ৫৫ মিনিটে এবং মাদারীপুর জেলার সদর উপজেলার সেফায়েত মোল্লার মৃতদেহ ২১ ফেব্রুয়ারি দুপুর ২ টা ৫৫ মিনিটে দেশে এসে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *