একজন বীরের চিরবিদায়

Slider জাতীয় টপ নিউজ


রাতুল মন্ডল শ্রীপুর: ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর ছিলেন নূরুল ইসলাম (এম এ)। এই বীর (২৩ নভেম্বর শনিবার) বিকেল আমাদের সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় জন্মভূমি থেকে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায় (২৩ নভেম্বর বিকেলে) ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (এম এ) (৭০) শ্রীপুর পৌর শহরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত আফির উদ্দিনের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এমএ ১৯৮৭ সাল থেকে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় । ভালো কাজের জন্য বাংলাদেশ সরকার থেকে পেয়েছিলেন শ্রেষ্ঠ চেয়ারম্যানের খেতাব।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল রোববার বিকাল ৩টায় মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে যানাজা শেষে এই বীরকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই বীরের মৃত্যুতে শ্রীপুরে সাবেক সাংসদ এড. রহমত আলী, বর্তমান সাংসদ ইকবাল হোসেন সবুজ, উপজেলা চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *