নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া

Slider রাজনীতি

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় ছাত্রদলের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।
অপর এক সূত্র জানায়, ছাত্রদলকে ধাওয়া করার সময় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) পড়ে গিয়ে আহত হয়েছেন।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান বলেন, সন্ধ্যার পরে মহানগর দক্ষিণ ছাত্রদল নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় আমাদের ১০-১২ নেতাকর্মী আহত হন। তবে এর কিছুক্ষণ আগে আমি সেখান থেকে চলে এসেছি। এখন শুনলাম, পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের খুঁজছে। দলীয় কার্যালয়ের সামনে রাখা তাদের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *