করোনায় আরো ২৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৯ জন

Slider জাতীয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৫৫ জনের। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আগের দিন শুক্রবার ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে তিনজন।

এ দিকে শনিবার নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৫৮৯ জন। যা সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মে ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪১ ভাগ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ ভাগ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ ভাগ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *