মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের বিশাল সংগ্রহ

Slider খেলা

বিপক্ষে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান করেছে। এছাড়া জাকির হাসান ও সৌম্য সরকারও ভালো ব্যাট করেন।

আজ মঙ্গলবার শ্রীলংকার কলম্বোয় পি সারা ওভাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাল-সবুজ অধিনায়ক সাইফ হাসান।

ব্যাটিংয়ে নেমে অবশ্য দলীয় ৩৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান ও সাইফ দ্রুত ফিরে যান। তবে উইকেটে অবিচল থাকেন জাকির। চতুর্থ উইকেট জুটিতে জয়ের সঙ্গে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। অবশেষে জাকির ৭২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রানে ইজহারউল্লাহ নাভেদের বলে আউট হন।

এরপর জয় ও সৌম্য সরকার ৭৯ রান তোলেন। সৌম্য ৪২ বলে ৩টি চার ও সমান ছক্কায় ঝোড়ো ৪৮ রানে ফেরেন। তবে সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন জয়। এই তরুণ ১১৪ বলে ১২ট চার ও ২টি ছক্কায় ঠিক ১০০ করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন। শেষ দিকে মেহেদী হাসান ১৯ বলে ৩৬ ও রাকিবুল হাসান ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তান বোলারদের মধ্যে ৪টি উইকেট পান সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *