খালেদা জিয়া আন্ডার গ্রাউন্ডে জঙ্গীবাদী সংগঠনে নাম লিখিয়েছেন -রেলমন্ত্রী

Slider জাতীয়

GAZIPUR  RAL MINISTER   2

শারমিন সরকার

ব্যুরো চীফ
শ্রীপুর অফিস: খালেদা আন্ডার গ্রাউন্ডে চলে গিয়ে জঙ্গীবাদী সংগঠনে নাম
লিখিয়েছেন। তার  ডানে বামে স্বাধীনতা বিরোধীচক্র। তাদের নিয়ে তিনি এখন
দেশের মানুষ হত্যা করছেন। বাংলার মাটিতে খালেদা জিয়া ও তার দলের পরাজয়
হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে  রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে রেলপথ ও
ট্রেনে নাশকতারোধকল্পে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। পেট্রল বোমা মেরে, নাশকতা করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই।
যেহেতু নির্বাচন কমিশনের আহবানে সাড়া দেননি তাই এখন নিরীহ মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন। আপনার কোনো গণতান্ত্রিক কর্মসুচী নেই। নিরীহ মানুষের কী দোষ? সর্বহারারা চোরাগোপ্তা হামলা চালিয়েছিল। আপনারাও তাই করছেন। সর্বহারারা নিশ্চিহ্ন হয়েছে, আপনারাও নিশ্চিহ্ন হবেন। মন্ত্রী সকল শ্রেণীর মানুষকে একত্রিত হয়ে মানুষ হত্যার সকল কর্মসুচী প্রতিরোধের আহবান জানান।

রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদারের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী।

আরো বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহা পরিচালক হবিবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, রেলওয়ে পুলিশের ইপ-মহা পরিদর্শক (ডিআইজি) এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  আমীর হামজা, তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুন্নবী আকন্দ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুর রহমান সফিক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ।

মন্ত্রী শ্রীপুর রেলস্টেশনে পানীয় জলের সুবিধা, ওভারব্রীজি নির্মাণ, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে হাওড় ও যমুনা এক্সপ্রেস এবং শাটল ট্রেন “তুরাগ”
এর যাত্রাবিরতি দেওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *