রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের

Slider জাতীয়

107057_us department of state
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় গভীর উদ্বেগের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রয়োজনীয় সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পরারাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র মেরি হারফ বিবৃতিতে বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমরা রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।

আমরা বাস পুড়িয়ে, বোমা নিক্ষেপ এবং ট্রেন লাইনচ্যুত করে নিরপরাধ মানুষকে হতাহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই।

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার ও ক্ষমতা প্রত্যেক বাংলাদেশীর অবশ্যই থাকতে হবে। সেজন্য শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে সহিংসতা থেকে বিরত থাকতে নিজেদের সদস্যদের নির্দেশনা দিতে সব দলের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *