ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক: ‘আলোচনা হবে, তবে–

Slider রাজনীতি সারাদেশ

new_sm_962794530

ঢাকা: আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরকে জানিয়েছেন বিএনপি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করলেই কেবল আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি’২০১৫) রাতে ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার ঢাকাস্থ বাসভবনে আয়োজিত নৈশভোজে আলাপকালে কমিটির সদস্যরা এ মন্তব্য করেন।

সূত্র জানায়, কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তসহ এ সময় আরও উপস্থিত ছিলেন – আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম, আওয়ামী নেতা ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

চলমান সহিংস পরিস্থিতি ছাড়াও আইন বিষয়ক কমিটি এসময় বৈদেশিক সাহায্য নীতিমালা নিয়েও ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

পিয়েরো মায়াদুর এসময় কমিটির সদস্যদের জানান, ফরেন ডোনেশন পলিসি নিয়ে এ মুহূর্তে কিছুই ভাবছে না সংস্থাটি।

অন্যদিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে কমিটির সদস্যরা বলেন, বিএনপি-জামায়াত রাজনীতি নয়, সন্ত্রাস করছে।

সন্ত্রাসের কাছে গণতন্ত্র কখনোই পরাজিত হতে পারে না – উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশেও গণতন্ত্রই জয়ী হবে।

এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু নৈশভোজ থেকে বেরিয়ে এসে বলেন, ইইউ রাষ্ট্রদূত আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আমরা গিয়েছিলাম। আমরা তাকে জানিয়েছি – আলোচনা করতে হলে বিএনপিকে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, সেই সঙ্গে ‘নাশকতা কেন করেছে’ তাও তাদের বলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *