এশিয়ান গেমসের ফুটবলে পাঠানো হচ্ছে না ছেলেদের

Slider খেলা

এবারের এশিয়ার গেমস ফুটবলে পাঠানো হচ্ছে না বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে। তবে যাবে নারী ফুটবল দল। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

চীনের হাংজু শহরে গত বছরই হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের ১৯তম এই আসরটি। তবে করোনার থাবায় এক বছর পিছিয়ে এবার বসছে সেই আসর। আগামী ২৩ সেপ্টেম্বর আসর শুরু হওয়ার কথা রয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের আসরে বাংলাদেশের ১৭টি আসরে অংশগ্রহণ করার কথা ছিল। তবে নতুন করে বক্সিং যোগ হয়েছে। তাতে ডিসিপ্লিনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। ডিসিপ্লিনগুলো হচ্ছে, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, ক্রিকেট, হকি, শুটিং, অ্যাথলেটিকস, সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানদো, আর্চারি, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং ও বক্সিং।

ছেলেদের ফুটবলে সময় খুব একটা ভালো যাচ্ছে না। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২তম অবস্থানে আছে বাংলাদেশ। তবে মেয়েদের ফুটবলে বড় সাফল্য এসেছে। গত সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *