লাইফ সাপোর্টে অভিনেতা আজিজুল হাকিম

Slider বিনোদন ও মিডিয়া

করোনা আক্রান্ত হওয়ায় খ্যাতনামা অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। হাকিমের লাইফ সাপোর্টের খবরটি জানান অভিনেত্রী বন্যা মির্জা। শুক্রবার সকালে ফেসবুকে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনাতে আক্রান্ত, এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন।’

আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা প্রসঙ্গে তার মেয়ে নাজা রায়দা হাকিম সময় নিউজকে বলেন, ‘বাবা লাইফ সার্পোটে আছে। দোয়া করবেন সবাই। যেহেতু বাবা একজন জাতীয় সম্পদ, সবাই আপনারা দোয়া করবেন আব্বুর জন্য।’ একই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী জিনাত হাকিম বলেন, ‘হাকিম লাইফ সার্পোটে আছে। ক্রিটিক্যাল কন্ডিশন হঠাৎ করে। এখন আল্লাহর কাছে বাকিটা ভিক্ষা।’

এর আগে স্ত্রী জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ানসহ করোনায় আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। আজিজুল হাকিমের বয়স হয়েছে ৬১ বছর। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের করোনা শনাক্ত হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। গত বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।

টেলিভিশন, সিনেমা এবং মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজা রায়দা হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *