মৌলভীবাজারে বন্যায় বন্ধ অর্ধশতাধিক হাট-বাজার

Slider জাতীয়


বন্যায় বন্ধ হয়ে গেছে মৌলভীবাজারের অর্ধশতাধিক হাট-বাজার। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ। দ্রুত পানি কমে না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি তাদের। আর পানি নেমে যাওয়ার পর ক্ষতি নিরুপণ করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।

পানির নিচে দু’শ বছরের পুরনো সদর উপজেলার মনুরমুখ বাজার। দু’ সপ্তাহ আগেও প্রতিদিন হাজারো মানুষের বেচাকেনায় জমজমাট থাকতো এই বাজার। এখন পুরো এলাকা প্লাবিত, বন্ধ দোকানপাট।

শুধু মনুরমুখ নয়, বন্যায় তলিয়ে গেছে মৌলভীবাজারের পাঁচ উপজেলার ৬৫টি হাট-বাজার। বেশিরভাগ দোকানে পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার মালামাল। বেচাকেনা বন্ধ হওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের।

জেলা প্রশাসনের তথ্যমতে, মৌলভীবাজারে দুই শতাধিক গ্রামীণ হাট-বাজার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *