পুলিশকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহবান প্রধানমন্ত্রীর

Slider জাতীয়

61054_r-6
যথাযথভাবে কর্তব্য পালন করে জনগণের আস্থা অর্জন করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি সন্ত্রাস প্রতিরোধে দল-মত নির্বিশেষে পুলিশকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল জনগণের কাছে আমার আহ্বান-সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং এই সন্ত্রাস প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনীকে সর্বতভাবে সহযোগিতা করার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের কর্তব্য যথাযথভাবে পালন করে যাবেন এবং জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করবেন সেটাই আমরা চাই। শত বাধার মধ্যে অর্পিত দায়িত্ব দিন-রাত পরিশ্রম করে পালন করার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া ৫ই জানুয়ারির নির্বাচন সম্পন্ন করতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর আগে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশের বার্ষিক কুজকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ‘বাংলাদেশ পুলিশ পদক’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ তুলে দেন পদক প্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *