রমজান আলী রুবেল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গুতার বাজার এলাকায় কলাবাগানে মালেকা (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবার সাথে কথা বলে জানাজায় মেয়ের স্বামী বাচ্চু মিয়া ২ লক্ষ টাকার জন্য মেয়ে কে চাপ দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে তাদের ধারণা ২ লক্ষ টাকার জন্যই পরিকল্পিতভাবে রাতে যে কোন সময় তাকে হত্যা করে লাশ গুম করার জন্য আগুন লাগিয়ে পোড়িয়ে ফেলার চেষ্টা করেছিল।
শ্রীপুর থানার ওসি শাহ্ জামান বলেন, ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ পিবিআই সিআইডি সহ ঘটনার তদন্ত করে এটি হত্যা না আত্মহত্যা রহস্য উন্মোচন করার চেষ্টা করছে।