লালমনিরহাট থেকে প্রথম ধাপে ৪২ শ্রমিক ধান কাটতে দক্ষিণ-পূর্বাঞ্চলে যাচ্ছেন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ বাসের জন্য দাঁড়িয়ে থাকা অধিকাংশের পরিচয় দিনমজুর, প্রতি বছর ভালো উপার্জনের আশায় ধান কাটা শ্রমিক হিসেবে দেশের বিভিন্নস্থানে যান তারা।

কিন্তু এবার করোনাভাইরাসের কারণে কোথাও না গিয়ে কর্মহীন হয়ে পড়েছেন বেশিরভাগ শ্রমিক। তাই তাদের তালিকা করে প্রথম ধাপে ৪২ জনকে হাওর ও দক্ষিণাঞ্চলে ধান কাটতে পাঠিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সরকারিভাবে গাজীপুরের উদ্দেশে যাত্রা করেছেন ৪২ কৃষি শ্রমিক। এ সময় শ্রমিকদের হাতে হাতে কৃষি বিভাগের প্রত্যয়নপত্র, উন্নতমানের ফেস মাস্ক, খাবার, জীবাণুনাশক স্প্রে, প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন উপকরণ তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মুর্শিদ হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনাভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফ করা হয় শ্রমিকদের।

জেলা প্রশাসন জানায়, প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সরকারি বিধিনিষেধ ও লকডাউনের কারণে কেউ এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারছেন না। এতে করে দক্ষিণ-পূর্বাঞ্চলে আগাম বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন সেখানকার চাষিরা। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় ধান কাটার শ্রমিকদের তালিকা করা হয়েছে। প্রধম ধাপে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা থেকে ৪২ জন ধান কাটার শ্রমিককে গাজীপুর ও দক্ষিণ অঞ্চলে পাঠানো হচ্ছে। তাদের যাওয়া-আসার সব খরচ জেলা প্রশাসন বহন করবে।

ইউএনও রবিউল হাসান জানান, ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানো হচ্ছে। শ্রমিকরা যাতে করোনার সংক্রমণ থেকে নিরাপদে থাকেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকার লোকজনের সাথে তাদের কেউ মেলামেশা করতে পারবেন না।

জেলা প্রশাসক আবু জাফর জানান, এরই মধ্যে পাঁচ শতাধিক কৃষি শ্রমিকের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ধান কাটতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *