এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, বাতিল রাসমেলা

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি খুলনা জাতীয়


শরণখোলা (বাগেরহাট): ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পণ্ড করে দিয়েছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলের ঐতিহ্যবাহী রাস উৎসব। রাসমেলার সকল কার্যক্রম বাতিল ঘোষণা করেছে বনবিভাগ। একই সঙ্গে সুন্দরবনের পর্যটক, রাস পূর্ণিমায় গমনেচ্ছু পূণ্যার্থী ও জেলেদের পাস-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে।

পূর্ব বনবিভাগ সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিন দুবলার আলোরকোলের রাসমেলা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ সুন্দরবনের দিকে অগ্রসর হওয়ায় মেলার কার্যক্রম আজ শুক্রবার স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়া দুবলার শুঁটকি পল্লীতে অবস্থানকারী জেলেদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন (এসিএফ) জানান, বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে আজ দুপুরে এ সংক্রান্ত জরুরি সভায় রাস মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবনে অবস্থানরত বনবিভাগরে সকল স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীসহ জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *