নারায়ণগঞ্জে করোনায় গত ২৪ ঘন্টায় কোনও মৃত্যু নেই, আক্রান্ত ৪৩

Slider জাতীয় সারাদেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আকান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন ৪৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪২ জন।

করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ২১ জন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তের সংখ্যা ৪০৬ জন, মারা গেছেন ২৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন, মারা গেছেন ৮ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছন ৬ জন, মারা গেছেন ১ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৮ জন, মারা গেছেন একজন। তবে আড়াইহাজার উপজেলায় ১২জন ও সোনারগাঁ উপজেলায় ৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন।

গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনার নমুনা ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে। নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগও। এই পর্যন্ত তারা সবমিলিয়ে ১৫৬৫ জনের নমুনা সংগ্রহ করেছেন। তবে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে।

গত ২৪ ঘন্টায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করতে পেরেছেন তারা। এছাড়া নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডাব্লিউ স্কুলেও করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জেএনজি নামক একটি এনজিও। এছাড়া খানপুর তিনশ শয্যা হাসপাতালকে ইতিমধ্যে ৫০ শয্যার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানেও পিসিআর ল্যাবসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *