৪ঠা এপ্রিল পর্যন্ত বন্ধ হলো সব নিট পোশাক কারখানা

Slider অর্থ ও বাণিজ্য জাতীয়

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এরই মধ্যে দেশের সবকিছুই বন্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধ হয় পোশাক শিল্প। তবে এ নিয়ে নানা আলোচনার মধ্য দিয়েই বিকেএমইর অন্তর্ভুক্ত সব নিট পোশাক কারখানা বন্ধের ঘোষণা এলো। আগামীকাল থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কর্তৃপক্ষ।

এর আগে দেশের করোনাভাইসের বিস্তার ঠেকাতে ও শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এক বার্তায় কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

রুবানা হক বলেন, মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এ অবস্থায় কারখানা বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *