৫০হাজার পরিবারের খাদ্য, ২০ হাজার কিট ও ৭ হাজার ড্রেস বিতরণ করছেন মেয়র জাহাঙ্গীর

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি


গাজীপুর: চলমান করোনার আক্রমন মোকাবেলার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগনের পাশে দাঁড়াতে গাজীপুর মহানগরে ৫০ হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ, সরকারী বেসরকারী হাসপাতালে ২০ হাজার কিট ও ডাক্তারদের জন্য ৭ হাজার পোষাক বিতরণ করছেন গাজীপুর সিটি মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ শুক্রবার নিজ বাসভবন থেকে তিনি এসব বিতরণ করেন। এসময় গাজীপুরের সংশ্লিষ্ট সরকারী বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, গাজীপুরের সকল সরকারী ও বেসরকারী হাসপাতালে ডাক্তারদের ড্রেস দেয়া হচ্ছে। গাজীপুর সিটিকরপোরেশনের পক্ষ থেকে চায়না থেকে আনা ২০ হাজার কিট, ৭হাজার ড্রেস বন্টন করা হচ্ছে। ডাক্তার ও নার্সদের নিরাপত্তা দিতে হবে। তাই আমরা ডাক্তারদের পা থেকে মাথা পর্যন্ত পুরো ড্রেস দিচ্ছি। সিটিকরপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ্যাম্বুলেন্স ঘুরছে। ডাক্তার বললেই রোগী নিয়ে যাবে হাসপাতালে। ইতোমধে তিনি নাগরিকদের হাত ধুয়ার জন্য ৫হাজার পানির ট্যাংকও মহানগরের গুরুত্বপর্ণ স্থানে স্থাপন করে।

জাহাঙ্গীর আলম বলেন, ২০ হাজার কিট দেয়া হচ্ছে। আরো ১০হাজার কিট আসছে। মহানগরের ৫০ হাজার পরিবারকে খাদ্য দেয়া হবে। আমাদের কর্মীরা খাদ্য পৌঁছে দিবে। কারো আসতে হবে না।

মেয়র মরণঘাতি ভাইরাস করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।

r

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *