শ্রীপুরে মানুষকে নিরাপদে রাখতে কাজ করছে র‌্যাব-১

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় জনসাধারণের সমাগম ঠেকাতে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
(২৭ মার্চ শুক্রবার) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার, মাধুখলা, গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা, এমসি, নয়নপুর ও জৈনাবাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে থেমে থেমে এসব এলাকায় অবস্থান নিয়ে একসঙ্গে চলাফেরা এবং কাজ ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করে মাইকিং করা হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণেও কাজ করছে।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পেরনকোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসমাগম যেন হতে দেওয়া না হয় সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা রয়েছে। আমরা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কেন্দ্রীয় নির্দেশনা মেনে বেশি মানুষ যেন একসঙ্গে না হয় সে বিষয়ে সচেতন করতে মাঠে রয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

মানুষকে কোনো কাজ ছাড়া বাইরে না থাকতে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা মনে করি শ্রীপুরের মানুষ সচেতন এবং তারা এ নির্দেশনা মেনে চলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *