তিস্তায় পানি বৃদ্ধি

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

কাউনিয়া (রংপুর): ঘুর্ণীঝড় ফণির প্রভাবে শুক্রবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি আর বাতাস বইছে রংপুরের কাউনিয়া উপজেলায়। এরই মধ্যে হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া দিশেহারা কৃষকরা।

আজ সকালে উপজেলার নিজপাড়া, পাঞ্জরভাঙ্গা, গদাই, তালুকসাহাবাজ, হরিচরনশর্মাসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ঝড়ের মধ্যেও অনেক কৃষক তাদের ক্ষেতের আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। নদীর বুকে ভেসে উঠা চরের ক্ষেত পানিতে তলে যাচ্ছে।

কৃষক মদন চন্দ্র, মনোরঞ্জন, শহিদার, আনছারী বলেন, যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে জমিতে ধান রাখলে ডুবে যাবে অথবা বাতাসে মাটিতে শুয়ে যাবে তাই আগেই কেটে নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *