কালিয়াকৈরে ফরমালিন যুক্ত ফল ধ্বংস অভিযান

কৃষি, পরিবেশ ও প্রকৃতি জাতীয় ঢাকা নারী ও শিশু সারাদেশ

SAM_1491
উপজেলা করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কালিয়াকৈর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় শনিবার সকাল থেকে গাজীপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে ফরমালিন যুক্ত ফল ধ্বংস অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক নুরুল ইসলামের নেতৃতত্বে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে অভিযান শুরু করা হয়।

এসময় গাজীপুরের পুলিশ সুপার আঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মহসিন, গাজীপুরের জেলা ম্যাজিষ্টেট মোঃ আঃ মজিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমা, কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) জিনাত জাহান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর ফারুক, কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর সিদ্দিক উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গ থেকে ফলমুল নিয়ে আসা গণ পরিবহনে অভিযান চালিয়ে প্রথমে দুটি ট্রাক আটক করা হয়। এসময় দুই লক্ষাধিক লিচুতে মাত্রাতিরিক্ত ফরমালিন এবং বিপুল পরিমান আমেও ফরমালিন পাওয়া যায়। এছাড়া কলা ও জামের মধ্যেও ফরমালিন পাওয়া যায়। এগুলো আটক করে প্রকাশ্য দিবালোকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর ফেলে ধ্বংস করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে একটি আম ভর্তি ট্রাক(ঢাকা মেট্টো-ন-১৪-৭১৩২) আটক করে পরীক্ষা করা হয়। এসময় ট্রাকের আমে ১০০.০১ মাত্রায় ফরমালিন পেলে এ গুলোও মহাসড়কে ফেলে ধ্বংস করা হয়। এসময় আটককৃত ফলমুলের মালিক ফরমালিন পরীক্ষার বিষয় জানতে পেয়ে সকলেই পালিয়ে যায়। অভিযানে ৫ লকাধিক টাকা মূল্যের আম ও সাড়ে ৪ লক্ষাধিক টাকা মুল্যের লিচু ধ্বংস করা হয়েছে বলে জেলা প্রশাসন সুত্র জানিয়েছেন।

গাজীপুরের পুলিশ সুপার বাতেন জানান, রমজানকে সামনে রেখে গাজীপুরকে ফরমালিন মুক্ত রাখার চেষ্টায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান চলমান থাকবে।

জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম জানান, রোববার ফলমুল ব্যবসায়ী, মিডিয়া এবং সাধারণ লোকজন নিয়ে ফরমালিন বিষয়ে সচেতনামুলক আলোচনা সভা করা হবে। এরপর একদিন সময় দিয়ে
মঙ্গলবার থেকে জেলার সর্বত্র ফরমালিন মুক্ত অভিযান পরিচালনা করা হবে। যাতে ঢাকার পাশের জেলার গাজীপুরকে ফরমালিন মুক্ত করা যায়। দেশের অর্থনৈতিক ক্ষতির জন্য নয় বরং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *