বিদ্যুৎ-গ্যাসের অভাবে শিল্পায়ন হুমকির মুখে : ডিসিসিআই

অর্থ ও বাণিজ্য

dccবিদ্যুৎ-গ্যাসের অভাবে দেশের বিনিয়োগ ও শিল্পায়ন হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই)। এ পরিস্থিতি অব্যাহত থাকলে তা সামগ্রিক অর্থনীতিকে হুমকির সম্মুখীন করবে বলে মনে করে সংগঠনটি।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নতুন সভাপতি হোসেন খালেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত নতুন শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। নতুন স্থাপিত শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে।’

দ্বিতীয় মেয়াদে ডিসিসিআই’র সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে হোসেন খালেদ আরো বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এদিকে সরকারের নজর দিতে হবে।’

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে বেসরকারি খাতের ওপর কোনো চাপ পড়লে তা মোকাবেলায় তারা প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘শিল্প ও ব্যবসা খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সুদ আদায় করা হচ্ছে। সুদহার কমিয়ে যুক্তিসঙ্গত পর্যায়ে নির্ধারণ করতে হবে।’

হোসেন খালেদ ঢাকা চেম্বারকে একটি গ্রীণ এবং ই-চেম্বারে রূপান্তরিত করতে কাজ করবেন বলে জানান। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিবেশকে বিনিয়োগবান্ধব করে তোলার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোয় উৎসাহিত করতে হবে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আশাব্যাঞ্জক হলেও সরকারকে মাদক ও চাদাঁবাজি নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে।’

সংবাদ সম্মেলনে ডিসিসিআই-এর প্রাক্তন সভাপতি মো. সবুর খান ও বর্তমান পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *