বিকাশ প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনতাই

অর্থ ও বাণিজ্য

 

2016_02_03_18_42_11_RaKoVhyCoKpKS60L1t5NZ072Mo1fie_original

 

 

 

 

নরসিংদী : নরসিংদীতে হামিদুল ইসলাম সোহাগ নামে এক বিকাশ প্রতিনিধিকে গুলি করে এক লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ প্রতিনিধিকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজন পাল নামের বাজারের এক ফল ব্যবসায়ী।

বুধবার দুপুরে শহরের বড় বাজারের ফলপট্টি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়া নামে একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাশ প্রতিনিধি সোহাগ শহরের বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। ফলপট্টি এলাকায় পৌঁছলে এক ছিনতাইকারী দল তার হাতে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হন রাজন পাল নামে বাজারের এক ফল ব্যবসায়ী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের দত্তপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রাসেল মিয়াকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজন পালকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *