মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করতে শব্দাবলী’র মঞ্চায়নে ‘বৈশাখিনী’

Slider টপ নিউজ

দেশের আটটি বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার গল্প গাঁথা নিয়ে নির্মিত নতুন নাটক ‘বৈশাখিনী’ মঞ্চস্থ করবে বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শব্দাবলী’। সংগঠনটির ৬৬তম প্রযোজনার এই নাটক নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করবে বলে আশা শব্দাবলী’র।

আগামী ১২ জুন বরিশাল বিভাগের ভোলা জেলা শিল্পকলা একাডেমীতে ‘বৈশাখিনী’ মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে এই নাটকের দেশ ভ্রমণ। এরপর মঞ্চস্থ হবে একই বিভাগের পটুয়াখালী ও বরগুনায়।

বরিশাল বিভাগ শেষে পর্যায়ক্রমে ‘বৈশাখিনী’ মঞ্চস্থ হবে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ এবং সব শেষে ঢাকায়। নাটকটির মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। একে নবনাট্য রূপ দিয়েছেন ড. মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *