৪০তম বিসিএসে শ্রুতিলেখক পেতে আবেদনের আহ্বান

Slider বিচিত্র

৪০তম বিসিএস পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ৯ এপ্রিল অফিস চলাকালীন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধান কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নিকট আবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদের সরকারি কর্ম কমিশন হতে শ্রুতিলেখক প্রদান করা হবে। শ্রুতিলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রিলিমিনারি টেস্টে কেবল কর্ম কমিশন থেকে প্রদত্ত অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র এবং সমাজসেবা অধিদফতরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/ সম পদমর্যাদা সম্পন্ন/ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *