বাঁধভাঙা প্রাণের উচ্ছ্বাসে নিউইয়র্কে পালিত হল বাংলা নববর্ষ

Slider বাংলার সুখবর সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব
1492229655
বাঁধভাঙা প্রাণের উচ্ছ্বাসে বাংলা নতুন বছর ১৪২৪ বরণ করে নিলেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে বাংলা সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে এবং প্রবাস থেকে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে বিভিন্ন সংগঠন স্থানীয় সময় শুক্রবার উদযাপন করে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ।
প্রবাসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল বৈশাখী র‌্যালী, পান্তা-ইলিশ ভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি প্রতি বছরের মতো এ বছরও বাংলা নববর্ষ উদযাপন করে। এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় বের করা হয় বৈশাখী র‌্যালী। বাঙালি পোশাকে নানান সাজে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা র‌্যালীতে অংশ নেন। র‌্যালীতে সবার হাতে ছিল রঙ-বেরঙের ফেস্টুন ও প্লাকার্ড। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলের পার্কিং লটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বৈশাখী মেলাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশী বিভিন্ন পণ্য দিয়ে পসরা সাজায় স্টলগুলো। বিকেল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। চমত্কার আবহাওয়ার কারণে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে ভিড় করেন মেলা প্রাঙ্গণে। সন্ধ্যার পর তিল ধারণের ঠাঁই ছিল না অনুষ্ঠানস্থলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *