ফোরবসের সেরা উদ্যোক্তার তালিকায় দুই বাংলাদেশি

Slider বাংলার সুখবর সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

61552_Youth-Forbes

 

 

 

 

এশিয়ার সেরা সামাজিক উদ্যোক্তা হিসেবে ফোরবসের তালিকায় স্থান পেয়েছে দুই বাংলাদেশি তরুণ-তরুণী।  অনুর্ধ-৩০ উদ্যোক্তাদের শ্রেষ্ঠত্বের এই তালিকায় স্থান পাওয়া তরুণ-তরুণী হলেন মিজানুর রহমান কিরণ ও সওগাত নাজবিন খান। ব্যবসার মধ্য দিয়ে বিশ্ব সমস্যার সমাধানে ভূমিকা রাখছেন এমন ত্রিশজন নারী-পুরুষের তালিকা করে ফোরবস। এতে তারা স্থান পান। এর মধ্যে মিজানুর রহমান কিরণ (২৯)। ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর প্রতিষ্ঠাতা। এই উদ্যোগের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রতিবন্ধীদের উন্নয়নে ভূমিকা রাখছেন।
প্রতিবন্ধীদের অধিকার আন্দোলনেও তার প্রতিষ্ঠান কাজ করছে। এছাড়া, সওগাত নাজবিন খান (২৭)। তিনি প্রতিষ্ঠা করেছেন এইচ এ ফাউন্ডেশন। ডিজিটাল মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের শিক্ষাদানের একটি পদ্ধতি পরিচালিত হচ্ছে তার তত্ত্বাবধানে। সামান্য টিউশন ফি নিয়ে তার স্কুলে বিনামূল্যে বই, ইউনিফর্ম ও পরিবহন সুবিধা দেওয়া হয়। এরই মধ্যে তার এই উদ্যোগের মধ্য দিয়ে ৬০০ শিশুকে শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। আর সে কারণে ২০১৬ সালে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড পান নাজবিন খান। এর আগে নাজবিন স্বল্প খরচে সৌরশক্তিতে সেচকাজেরও একটি প্রক্রিয়া তৈরি করে ২০১৫ সালে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *