বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী রিমান্ডে

Slider টপ নিউজ

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

অপরদিকে সফুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার রাজধানীর রমনা থানা এলাকা থেকে মীর সরাফত আলী সফুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার এজহার থেকে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায় ঘোষণা হয়। এই রায়ের প্রতিবাদে মীর সরাফত আলী সফুসহ ৫০ থেকে ৬০ জন পল্টন মডেল থানাধীন ১৪৯/এ ডিআইটি এক্সটেনসন রোড, জনতা পত্রিকা গলির মুখে যান চলাচল বন্ধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের ওপর ইট, পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *