মার্কেন্টাইল ব্যাংকের ৭ কর্মকর্তাকে দুদকে তলব

অর্থ ও বাণিজ্য টপ নিউজ

m-bankmঢাকা: মার্কেন্টাইল ব্যাংকের সাত কর্মকর্তাকে আনন্দ শিপইয়ার্ডের এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । তাদের ২২ ডিসেম্বর সকাল ১০টায় দুদকে হাজির থাকতে বলা হয়েছে। রোববার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার বিকালে দুদকের প্রধান কার্যা্লয় থেকে ওই সাত কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠানো হয়। দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন শিবলী নোটিশটি পাঠিয়েছেন।
যাদের নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যাালয়ের এডিপি আশীষ কুমার লস্কর, ইভিপি শোয়েব আহমেদ, এসভিপি ফয়সাল আহসান চৌধুরী, এফভিপি কে এম আনোয়ারুল ইসলাম, এসইভিপি মোহাম্মদ ইসমাইল, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন শাখার ম্যানেজার মো. মাহমুদ আলম চৌধুরী এবং একই শাখার প্রিন্সিপাল অফিসার এ এস এম মারুফ উদ্দীন কামাল।
এর আগে আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে চার দফায় জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
আনন্দ শিপইয়ার্ডের এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনায় ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে সব কটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে দুদক। এগুলো যাচাই-বাছাইয়ের জন্য চলছে জিজ্ঞাসাবাদ।
গত ২৭ নভেম্বর জিজ্ঞাসাবাদ করা হয় ইসলামী ব্যাংকের ইভিপি সিআইডি প্রধান কার্যায়লয়-২-এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, এসভিপি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মঈজ উদ্দীন, ভিপি সিআইডি-২ প্রধান কার্যািলয়ের মো. হাসনাইন আবিদ, সাবেক এভিপি মো. দেলোয়ার হোসেন, এভিপি সিআইডি-১ প্রধান কার্যা লয়ের মাহমুদ হোসেন খান ও সাবেক এসও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামকে।
২৫ নভেম্বর যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন, ইসলামী ব্যাংকের ডিএমডি (অপারেশন) মো. সামশুল হক, ডিএমডি মো. নুরুল ইসলাম, সাবেক ইপি মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ডিইপি এ টি এম হারুন অর রশিদ চৌধুরী, সাবেক ইভিপি মো. সেতাউর রহমান ও সাবেক ইভিপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
এর আগে দুই দফায় একই ব্যাংকের ১৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ১৩ নভেম্বর দুদক কার্যালয়ে সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১টা পর্যন্ত ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন- ব্যাংকটির করপোরেট ইনভেস্টমেন্ট উইংয়ের ডিএমডি ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার, ফরেন এক্সচেঞ্জের প্রধান মো. গিয়াস উদ্দিন আহমেদ, ব্যাংকের মাধবদী শাখার ভিপি মো. আবু সুফিয়ান, ফরেন এক্সচেঞ্জ কারওয়ান বাজার শাখার সাবেক এভিপি মো. মনির হোসেন, একই শাখার এসপিও আহমেদ আলী ও ব্যাংকের টঙ্গী শাখার পিও এ কে এম বোরহান উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *